মধ্যরাতে ভাষানটেক বস্তিতে ভয়াবহ আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

128

রাজধানী মিরপুর ১৪ নাম্বার এলাকার ভাষানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকায় বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাত ১টা ৩০ মিনিটে বস্তিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসের খবর দেন তারা।’

অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা সম্ভব হয়নি।