মধুপুরে বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো শিশুর লাশ

6
টাঙ্গাইল ম্যাপ
টাঙ্গাইল ম্যাপ

টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তদের অমানুষিক নির্যাতনে লিজা নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু করেছে। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত লিজা অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের উত্তর পাড়া দাখিল মাদ্রাসা পাড়ার মিজানুর রহমানের মেয়ে। সে গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্র জানায়, বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজিতেও পাওয়া যায়নি। অবশেষে রাত ১০টার দিকে তারাবি নামাজের পর বাড়ির পাশে বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ইউপি সদস্য বেলায়েত হোসেন জানান, লিজার দেহের কাপড়-চোপড় ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

লিজার উপর নৃশংস নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান গাছাবাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাল মিয়া।

মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লিজার লাশ উদ্ধার করা হয়েছে।