মণিরামপুরে ভাসুরের ছেলের হাতে চাচী গুরুতর জখম

31
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই প্রবাসীর স্ত্রীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের মালেশিয়া প্রবাসী মজিবর ফকিরের স্ত্রী আহত জাহানারা বেগম (৩৬) সাংবাদিকদের জানান, আমার ভাসুর রেজাউল ফকিরের ছেলে সোহেল ফকির তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে কথা কাটা-কাটির একপর্যায়ে আমার বসত-ভিটার উপরে এসে বটি দিয়ে আমার মাথায় কোপ মেরে গুরুতর আহত করে।

এ সময় এলাকাবাসী আমাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত জাহানারা বেগম জানান। এব্যাপারে সোহেলের বক্তব্য নেওয়ার জন্য সরাসরি তার বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।