মণিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১

7

আজিজুর রহমান: মণিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আতিয়ার সরদার (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের শাহাবাজ সরদারের ছেলে আতিয়ার সরদার সাংবাদিকদের জানান, আমার আপন ভায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে কথা কাটা-কাটির একপর্যায়ে আমার ভাই রবিউল সরদার, আক্কাস আলী সরদারের ছেলে আব্দুর রাজ্জাক সরদার মিলে লাঠি দিয়ে আমাকে মারপিঠ করতে থাকে।

এসময় আমার ছেলে হায়দার আলী সরদার (২৮) ঠেকাতে আসলে তারা তাকেও মারপিঠ করাসহ তার ব্যাবহৃত মটরসাইকেল ভাংচুর করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত আতিয়ার সরদার জানান। এব্যাপারে রবিউল সরদারের বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।