আজিজুর রহমান, কেশবপুর থেকে: মণিরামপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূকে মারপিঠ করে গুরুতর আহত করেছে। আহত ওই গৃহবধূকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের ইউসুফ আলী ফকিরের স্ত্রী রাবেয়া বেগম সাংবাদিকদের জানান, একই গ্রামের আফসার ফকিরের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে কথা কাটা-কাটির আসাদ ফকির, তার স্ত্রী হেনা বেগম মিলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে গুরুতর আহত করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত রাবেয়া বেগমের স্বামী ইউসুফ আলী ফকির জানান। এব্যাপারে আফসার ফকিরের বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার তার মুঠোফোনে ফোন দিলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।