মণিরামপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

12

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুুল কাশেম ফকির (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। যখম ব্যক্তিকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের আ: সামাদ ফকিরের ছেলে আহত আবুুল কাশেম ফকির সাংবাদিকদের জানান, প্রতিবেশী জামাল ফকিরের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আমাদের।

এরই জের ধরে জামাল ফকিরের জামাই টুটুল ফকির, তার স্ত্রী মাজেদা খাতুন মিলে কথাকাটাকাটির এক পর্যায়ে শুক্রবার দুপুরে দা দিয়ে কুপিয়ে আমাকে হত্যার চেষ্টা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরমপুর থানায় কোন অভিযোগ হয়নি বলে আহত ব্যক্তি জানান। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য টুটুল ফকিরের মুঠোফনে বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।