আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুরে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১১ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় চিকিৎসা নিয়েছে। মণিরামপুর উপজেলার চালুয়াহাটী গ্রামের মোসলেম সরদারের ছেলে হাতেম আলী সরদারের সাথে একই গ্রামের মৃত ইজ্জেত আলী সরদারের ছেলে আবু সাঈদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে হাতেম আলী তার জমিতে গাছ লাগাতে যান।
এ সময় মৃত ইজ্জেত আলী সরদারের ছেলে আবু সাঈদ তাদের জমি দাবী করে গাছ লাগাতে নিষেধ করেন।
এই নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হন মনিরুজ্জামান সরদার (২৫), খোরশেদ সরদার (৪৫), আবু সাঈদ সরদার (৩৫), তার স্ত্রী রাবেয়া বেগত (২৬), ছেলে রাব্বি হাসান (২), মা নূরজাহান বেগম (৪৭), সুফিয়া খাতুন (৩৫), নাজমুল সরদার (২০), কামরুজ্জামান (২০), হাতেম আলী সরদার (৪০), মেহেদী হাসান (৩৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় উভয় পক্ষের অভিযোগ হয়নি বলে জানাগেছে।