ভ্যান চালকের ঘরে ২৬টি অজগরের বাচ্চা!

48

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর পৌর এলাকার মধ্যকুল গ্রামে ভ্যানচালক আলমগীর হোসেনের বসতঘর থেকে ২৬টি অজগর সাপের বাচ্চা ধরা পড়েছে। সোমবার দুপুর ১টায় এ সাপগুলো ধরা পড়ে।

আলমগীর হোসেন জানান, মাটির বসতঘরের মেঝের একটি গর্ত থেকে প্রথমে একটি সাপের বাচ্চা বের হতে দেখে তার ছোট মেয়ে। সেই বাচ্চাটি মেরে ফেলা হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি আসেন। তারপর তিনি গর্ত খুড়ে একে এক আরও ২৫টি অজগর সাপের বাচ্চা পান। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো মেরে ফেলা হয়।

গর্তে বড় অজগর রয়েছে কিনা তার সন্ধানে সাপুড়িয়া এনে বিকাল পর্যন্ত ঘরের মেঝে খোঁড়া হয়। তবে আর কোনো সাপ পাওয়া যায়নি বলে আলমগীর হোসেন জানান।