ভোলা জেলায় ১ম স্থান অর্জন করেছে হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ

208

মো. রাশেদুল ইসলাম রাফি, ভোলা ।।
এবারের ২০২০ সালের এসএসসি ও সমমানের ফলাফলে ভোলা জেলায় বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভোলার উত্তরের অন্যতম নারী বিদ্যাপিঠ ‘হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ’।

সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে ও সদর উপজেলার মধ্যে পাশের হারে ৩য় স্থানে যায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। পাশের হার ৯১ দশমিক ৩৮ শতাংশ। রবিবার (৩১ মে) ফলাফল ঘোষণা করলে ‘হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ’ এর শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠে।

এই সাফল্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম মোকাম্মেল হক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষ পরিচালনার কারণে পেয়েছেন বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ টিপু সুলতান জানিয়েছেন