কারিনা কাপুর খান- সোনম কাপুর আহুজা অভিনীত ‘ভিরে দে ওয়েডিং ‘ ছবিটি ভালো ব্যবসা করবে এমন ধারনা ছিল অনেকের। ছবি মুক্তির পর তার প্রমাণও পাওয়া গেল। ছবিটি মুক্তি পায় ১ জুন। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১২ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে শেষে ছবিটির আয় দাঁড়িয়েছে ২২ কোটি ৯৫ লাখ রুপিতে। আশা করা হচ্ছে,আজ অর্থাৎ রবিবার ভারতের ছুটির দিন চুটিয়ে ব্যবসা করবে নারীকেন্দ্রিক ওয়েডিং ড্রামা ‘বীর ডি ওয়েডিং’।
ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে চার বান্ধবীর জীবনের গল্পকে ঘিরে। এই চার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর,কারিনা কাপুর খান,স্বরা ভাস্কর আর শিখা তালসানিয়া। ‘ভিরে দে ওয়েডিং’ ছবিটি এরই মধ্যে মুক্তির প্রথম দিনের আয়ের দিক দিয়ে আলিয়া ভাটের ‘রাজি’ এবং অজয় দেবগানের ‘রেইড’ ছবিটিকে ছাড়িয়ে গেছে।
সূত্র : ইন্ডিয়া ডট কম