নিউজ ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। এই সময়ে পুরো ভারতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
দিল্লিতে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে বিকেল চারটার দিকে তার রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন হবে।
মৃত্যুর পর তার মরদেহ ৬এ কৃষ্ণ মেনন মর্গে রাখা হয়েছিলো। বিদায়ী এই নেতাকে সাধারণ মানুষ তার বাসভবনে শ্রদ্ধা জানান সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত। তারপর সকাল ৯টার দিকে তার মরদেহ বিজেপি হেডকোয়ার্টারের দ্বীন দয়াল উপাধ্যায় মর্গে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে শবযাত্রা শুরু করা হবে দুপুর ১টার দিকে।
৯৩ বছর বয়সী ভারত রত্ন অটল বিহারি বাজপেয়ি গত ১১ জুন থেকে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন তিনি।