কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের বাবু দুরারোগ্য ব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাবুর পিতা এম.আয়ুউব হোসেন আঞ্চলিক পত্রিকা দৈনিক পত্রদূতের একজন কলম সৈনিক এবং সাতক্ষীরা জেলা কৃষকলীগের সদস্য, ১১নং দেয়াড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাবুকে দেখতে ছুটে যান বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা -১(তালা-কলারোয়া-পাটকেলঘাটা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জনাব সরদার মুজিব।
এ ব্যাপারে সরদার মুজিবের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে একজন আপাদমস্তক আওয়ামীলীগ পিতার সন্তানকে এক নজর দেখা এবং তেমন কিছু করতে না পারলেও সেই মৃত্যু পথযাত্রী রোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করি বলেই শত ব্যস্ততার মাঝেও না এসে চুপ করে বসে থাকতে পারিনি।আমার জায়গা থেকে যা কিছু করা সম্ভব তার ব্যত্যয় হবে না-ইনশাল্লাহ।”
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী বাবুর পিতা সাংবাদিক এম.আইয়ুব হোসেন বলেন, “আমার সন্তানের যে রোগ সেই একই রোগে গতকাল মারা গেছেন খোরদো গ্রামের একটি শিশু।আমার যা অবলম্বন ছিল তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমার সন্তানের চিকিৎসার পিছনে।এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া আমার একার পক্ষে আর সম্ভব নয়।ডাক্তার জানিয়েছেন,চিকিৎসা কন্টিনিউ না রাখতে পারলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এখন আমি ঢাকায় রেখে সন্তানের চিকিৎসাও চালাতে পারছি না,আবার বাড়িতে নিয়ে গিয়ে সন্তানের নিশ্চিত মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারছি না-এমন একটা উভয় সংকটের মধ্যে আছি।এমতাবস্থায়, সমাজের বিত্তবানদের প্রতি আমার করজোড় মিনতি-আমার মৃত্যু পথযাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত সন্তান বাবুকে বাচাতে এগিয়ে আসুন।”
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু বাবু ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।সহযোগীতার জন্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী বাবুর পিতা সাংবাদিক এম.আইয়ুব হোসেনের এই- ০১৭৬৭৬৪১৩৪১ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য বাবুর পিতার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।।