বোনের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছোট ভাইয়ের মৃত্যু

14

ন্যাশনাল ডেস্ক: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার এক বাড়িতে বোনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি কাজের তদারকি করতে গিছে বৃহস্পতিবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছোট ভাইয়ে মৃত্যু হয়েছে।
নিহত মোঃ শামসুল আলম (২৪) শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের বরমী কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মান , স্নাতক চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষার্থী ছিলেন।অাগামীকাল শনিবার তার মৌখিক পরিক্ষার তারিখ ছিল।

নিহতের চাচা মোঃ কফিল উদ্দিন জানান, শুক্রবার নিহত শামসুল আলমের বিয়ে অনুষ্ঠান হওয়ার পুর্ব নিবর্ধারিত দিন ধার্য্য ছিল। এজন্য কদিন আগে থেকে তাদের বাড়িতে চলছিল প্রস্তুতি। বৃহস্পতিবার রাতে কাজের তদারকি করতে গিয়ে নির্মাণাধীণ প্যান্ডেলের নীচে কনের স্টেজের কাছে স্থাপন করা ফ্যানে সংযোগ করা তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হন শামসুল।
পরে তাকে স্বজনরা উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন।

শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুন নবী আকন্দ বলেন, নিহতের বড় বোন মোসা. শাহনাজ ওরফে রত্না শ্রীপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক। নিহত শামসুল স্থানীয় সংসদ সদস্যের নাতি ছিলেন। শুক্রবার দুপুরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।