মো: আজিজুল ইসলাম(ইমরান): বৈকারী ও ঘোনা ইউনিয়নের মাঝখানে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (খালেক হাজীর পুকুরের পশ্চিম পাশের) রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে চরম বেহালদশা দেখা দিয়েছে। প্রতিদিনই অসংখ্যা স্কুল,কলেজ,মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কর্মস্থলে যাতায়াত করে থাকে। তবে, দুই ইউনিয়নের মাঝখানে হওয়ায় অবহেলার কারণে রাস্তাটির এই অবস্থা হয়েছে বলে একাধিক পথচারী জানিয়েছে। তারা আরো জানায় যে, রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় চলাচলে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং সব সময় দূর্ঘটনার আশংকা থেকেই যাচ্ছে। রাস্তাটি যদি এখনি সংস্কার না করা হয় তাহলে রাস্তাটির অবস্থা আরো খারাপ হবে এবং সাধারণ জনগণ আরো বেশি দূর্ভোগে পড়বে। যথাযথ উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পথচারী ও এলাকাবাসির দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করে সকলের যাতায়াতের জন্য উপযোগী করা হয়।