বৈকারী ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত!!

40
বৈকারী ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত!!
বৈকারী ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত!!

আলমগীর কবীর,ঘোনা:: সাতক্ষীরা সদরের বৈকারী গ্রামে সাজু আহম্মেদ (২৭)নামের এক যুবক বজ্রপাতের নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্হানীয় দাঁতভাঙ্গার বিলে। নিহত সাজু বৈকারী গ্রামের আব্দুস সালামের ছোট ছেলে ।

সে পেশায় ছিল কৃষক। ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর কবীর ও স্হানীয়সুত্রে জানা গেছে, নিহত সাজু সকাল বেলা দাঁতভাঙ্গার বিলে ঘেরে ভেঁড়িবাধ দিতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সাজু সহ স্হানীয় কয়েকজন ঘেরের কুঠিরে আশ্রয় নেয়।এবং পরর্বতীতে,বৃষ্টি চলাকালে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে বিকট শব্দে বজ্রপাত সংঘটিত হলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়।এবং ঘটনাস্হলে আরো দুইজন আহত হয়।তারা হলো,খলিলনগর গ্রামের ইশারুল ও সাইদুল ইসলাম এদের মধ্য একজন গুরুতর আহত হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাগেছে,নিহতের লাশ জানাযা নামাজ শেষে দাফনের প্রস্তুতি চলছিলো। এবং আহতদের স্হানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা চলছে।