মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি: প্রশাসনিক প্রয়োজনে ও সমন্বয়ের স্বার্থে শামীম সোহানা উপ পরিচালক প্রশাসন কর্তৃক স্বাক্ষরিত স্মারক নং ১৮,০৬,০০০০,০২০,১৮,০৩৬,১৪/৫৮৬, তারিখ ১৩/০৮/২০১৮ ইং মোতাবেক উপ-পরিচালক পর্যায়ে বদলির আদেশনামা জারী করা হয়েছে। উক্ত অফিস আদেশ নামায় মোট চারজন উপ পরিচালক কে তাদের পদের অনুকূলে নতুন কর্মস্থলের নাম ঘোষণা করা হয়েছে। বদলী প্রাপ্ত কর্মকর্তারা হলেন,(১) মোঃ আমিনুল ইসলাম উপ পরিচালক প্রশাসন বেনাপোল, তার বদলীকৃত নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর (ট্রাফিক)। (২)মোঃ আব্দুল জলিল উপ-পরিচালক ট্রাফিক ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা, তার বদলীকৃত নতুন কর্মস্থল বেনাপোল স্থল বন্দর।(৩) মোঃ রেজাউল করিম উপ পরিচালক প্রশাসন বেনাপোল স্থল বন্দর, তার বদলীকৃত নতুন কর্মস্থল বেনাপোল স্থলবন্দর, সংযুক্ত থাকবেন ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা। (৪) মোঃমামুন কবির তরফদার, উপ-পরিচালক (ট্রাফিক) আখাউড়া স্থল বন্দর ব্রাহ্মণবাড়িয়া। সংযুক্ত আছেন প্রধান কার্যালয় ঢাকা, তার বদলীকৃত নতুন কর্মস্থল ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা, সংযুক্ত থাকবেন বেনাপোল স্থল বন্দর যশোর। কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হয়েছে, অবিলম্বে তা কার্যকর হবে। সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে জারিকৃত বদলীর অফিস আদেশটি সরকারের সংশ্লিষ্ট সকল মহলে অবহিত করানো হয়েছে।