ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শনিবার (৭ নভেম্বর) সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাঃ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এ সময় বেনাপোল পৌরসভার ৯টি ওর্য়াডের সভাপতি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথির কাছে সে সমস্যা সমাধানের আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, বেনাপোল পৌরসভার ৯টি ওর্য়াডের যে সমস্যার কথা আপনারা বললেন, তা আমি সমাধানের চেষ্টা করবো। আর আপনাদের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী ভাইদের মধ্যে যদি কোন মন মালিন্য থেকে থাকে, তাহলে আপনারা সে বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। কোন অপশক্তি যেন কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে, দলের কোন ক্ষতি না করতে পারে, সেদিকে দৃষ্টি রাখবেন। এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন, ইমদাদুল হক লতা, মোস্তাক আহমেদ স্বপন, বেনাপোল পৌর যুব লীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ম- আহবায়ক জসিম উদ্দিন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, সাঃ সম্পাদক কামাল হোসেন, ইকবাল হোসেন রাসেল, আল ইনরান, বেনাপোল পৌর ছাত্র লীগের সভাপতি আল মামুন, সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ প্রতিটি ওর্য়াডের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।