বেনাপোল পুটখালী সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল সহ আটক ১

10
বেনাপোল পুটখালী সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল সহ আটক ১
বেনাপোল পুটখালী সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল সহ আটক ১

মোঃ জাকির হোসেন , বেনাপোল প্রতিনিধি:  ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৭৫৫ বোতল ফেনসিডিল সহ জাহিদ হাসান (২১)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,নিজস্ব সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে পুটখালী উত্তর পাড়া একটি বাশ বাগানের ভিতর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৫৫ বোতল ফেনসিডিল সহ জাহিদ হাসান কে হাতেনাতে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।