যশোরের বেনাপোল ট্রাফিক সপ্তাহে উপলক্ষে পুলিশকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা
মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বুধবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেনাপোল-যশোর মহাসড়কের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
যে সব গাড়ি ও ড্রাইভারদের বৈধ্য লাইসেন্স নেই তাদের আইন অনুযায়ী মামলা দিচ্ছে বেনাপোল ট্রাফিক পুলিশ ।
ট্রাফিক ইন্সপেক্টর মান্নান বলেন, এ ভাবে অভিযান চললে সরকারের রাজস্ব বাড়বে। সেই সাথে মালিকরাও গাড়ির কাগজপত্র ঠিক করবে। তিনি আরো বলেন, বেলা ১ টা পর্যন্ত ট্রাফিক আইনে ২৬টি মামলা করা হয়েছে।
যে সব গাড়িতে মামলা করা হয়েছে তার অধিকাংশ মোটর সাইকেল ও বাস।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, যাদের বৈধ্য লাইসেন্স আছে পুলিশ যেন তাদের হয়রানি না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।