বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ

25
বেনাপোলে ফেনসিডিল জব্দ
বেনাপোলে ফেনসিডিল জব্দ

মোঃ জাকির হোসেন , বেনাপোল প্রতিনিধিঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী পীরবাড়ি মোড় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ তরিকুল ইসলাম, সিপাহী মিজানুর রহমান, সিপাহী মোর্শেদ, সিপাহী মাসুম ও সিপাহী উমর ফারুক সেখানে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেনসিডিল আটক করেন।
বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটক ফেনসিডিল যশোর ব্যাটালিয়নের পাঠানো হবে