বেনাপোলের সাদিপুর সীমান্তে অস্ত্রসহ আটক ১

81

মোঃ জাকির হোসেন,শার্শা (যশোর) প্রতিনিধি : যশোর বেনাপোল সীমান্তে সাদিপুর মোড়ে অস্ত্র ম্যাগজিন গুলি সহ আটক-১ । যশোরের বেনাপোলে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৪) নামে এক যুবক আটক হয়েছে। রোববার রাত আটটার দিকে বেনাপোল সাদিপুর মোড় সুমায়া হোটেল থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক সবুজ মিয়া ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অস্ত্র ব্যবসায়ী সবুজ অস্ত্রগুলি নিয়ে বেনাপোল সাদিপুর মোড়স্থ সুমাইয়া হোটেলে অবস্থান করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃত নামে অস্ত্র আইনে মামলা দিয়ে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।