বেনাপোলকে ইউনিফাইড বন্দর হিসাবে যা যা প্রয়োজন তাই করা হবে : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি

10

পথে পথে বিজিবির আমদানি পন্য তল্লাশি নিয়ে ব্যবসায়িদের ক্ষোভ

মোঃ জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন আওয়ামলীলীগ সরকার আসার আগে বেনাপোল স্থলবন্দর থেকে মাত্র ২৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে্েছ। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বেনাপোল স্থল বন্দর থেকে ১১১ কোটি টাকা লাভ হযেছে। চট্রগ্রাম বন্দরে রিজার্ভ ছিল মাত্র সাড়ে ৩ হাজার কোটি টাকা বর্তমানে চট্রগাম বন্দরের রিজার্ভ দাঁড়িয়েছে ১১ হাজার কোটি টাকা। মংলা বন্দরের লোকসান ছিল ১১ কোটি টাকা আজ সেখানে ৭৫ কোটি টাকা লাভ দাঁড়িয়েছে। বেনাপোল বন্দরকে আরো উন্নত করতে এবং ব্যবসা বানিজ্য সম্প্রসারন করতে ১৭৫ একর জমি অধিগ্রহন করা হয়েছে আজ সেই জমির ভিতর ২৬ একর জমির চেক দেওয়া হলো। আওয়ামলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় কথাগুলো বললেন বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।

শুকবার সকালে ১০ টার সময় বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বেনাপোল স্থল বন্দরের ব্যবসা বানিজ্য সম্প্রসারনের লক্ষে বেনাপোল স্থল বন্দরেরর গতিশলিতা আনায়নের নিমিত্তে গঠিত উপদেষ্টা কমিটির ৯ম সভায় উপদেষ্ঠা কমিটির সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপির সভাপতিত্বে বিেেশষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন , নৌপরিবহন সচিব ( বাস্থবক) আব্দুস সামাদ, যুগ্ম সচিব হাবিবুর রহামান, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী,বিভাগীয় কমিশনার লোকমান হোসেন, খুলনা বিভাগীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর (জেনারেল ডিআইজি) মোঃ নাহিদ হোসেন, যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন, বেনাপোল স্থল বন্দরের পরিচালক আমিনুল ইসরাম, যশোর পুলিশ সুপার সালাউদ্দিন, বিজিবির টুআইসি মেজর নজরুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ড সভাপতি মফিজুর রহমান স্বজন, ভারত – বাংলাদেশ আমদানি রফতানি বানিজ্যের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
উপদেষ্টা কমিমিটর সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেন, বেনাপোল বন্দরকে ইউনিফাইড বন্দর হিসাবে গড়ে তোলার জন্য ১৭৫ একর জমি অধিগ্রহনের মধ্যে আজ ২৬ একর জমির চেক জেলা প্রশাসকের কাছে প্রদান করা হলো।
মন্ত্রী শাহজাহান খান বলেন আমাদের যত রকম সহযোগিতার প্রয়োজন তা করা হবে বন্দর উন্নয়নের জন্য। যদি আরো জামি লাগে তা আপনারা দেখে আমাদের জানান। টাকার সমস্যা নাই আমরা আরো জমি অধিগ্রহন করব বেনাপোল বন্দরের জন্য। এখানে যানজট এবং পন্যজট এর জন্য দ্রুত জায়গা নিয়ে টার্মিনাল ও আমদানি পন্য রাখতে হবে। আজ আওয়ামীলীগ সরকার ১২ টি গেজেট ভুক্ত বন্দর থেকে ২৩ বন্দরকে গেজেট ভুক্ত করেছে।ইতিমধ্যে নদী পথে আমদানি বাড়াতে ১৫ ০০ কিলোমিটার নদী খনন বা ড্রেজিং করা হয়েছে। আজ প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশকে আরো গতিশীল করে দেশকে স্বল্প উন্নত দেশ হতে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করা হয়েছে । আগামিতে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যাবে সে লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।