মোঃ মামুন হোসেনঃ বৃষ্টির মাঝে জ্যামে নাকাল সাতক্ষীরার জনজীবন। চলছে রাস্তার উন্নয়ন কাজ। অন্যদিকে বৃষ্টিতে রাস্তায় তিব্র কাঁদা হওয়ায় ছনকা গাজিপুর হতে ছেড়ে আসা একটি ট্রাক সাতক্ষীরা খুলনা মহা-সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন মিলবাজারের প্রথম দিকে নির্মাণাধীন কালভার্ট এর স্থানে বিকল হয়ে পড়ায় বিনেরপোতা থেকে সাতক্ষীরা আমতলা মোড় পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা এভাবেই জ্যাম হয়ে যায়।
সেই সাথে রাস্তার এক পাশ খুড়ে রাখায় সৃষ্টি হয়েছে এ যানজটের। সাতক্ষীরা সদরের বিনেরপোতা হতে আমতলা পর্যন্ত ৩ কি.মি. রাস্তায় আটকা পড়েছে হাজারো যানবাহন।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাসিন্দা মোঃ মিজান বলেন, সকাল ১০ টার দিকে ত্রিশমাইল মোড় থেকে ইজিবাইক যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেই আধা কিলোমিটার (আব্দুর রহমান কলেজ)আসার পরে ৩০ মিনিট বসে থেকে অবশেষে পায়ে হেটে আড়াই কি.মি. পথ পাড়ি দেয়। রাস্তায় বাস, ট্রাক, পিকআপ, মাহেন্দ্র, মোটরসাইকেল সব মিলিয়ে হাজারো যানবাহন আটকা পড়ে আছে। তবে যানজট নিরসনের জন্য ৩ কিলোমিটার রাস্তা জুড়ে কর্মব্যস্ত দেখা যায় একাধিক ট্রাফিক পুলিশ।
৩৩ বিজিবি দপ্তরের সামনে থেকে তালতলা মোড় পর্যন্ত রাস্তা কাঁদায় পূর্ণ হয়ে যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই সাতক্ষীরা জেলাজুড়ে অবিরাম হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। জ্যামে আটকা পড়া জনসাধারণ তার গন্তব্যে পৌছানোর লক্ষে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইক থেকে নেমে পায়ে হাটা শুরু করে। পড়ে যায় ৩ কিলোমিটারের দীর্ঘ লম্বা লাইন।
এদিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যানজটের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যানজট নিরসনের জন্য চেষ্টা চলছে।