বৃষ্টিভেজা ঝুমা বৌদি! ‘দুপুর ঠাকুরপো’-দের সঙ্গে মোনালিসার সম্মোহনী নাচের ভিডিও ভাইরাল

150
দুপুর ঠাকুরপো ২
দুপুর ঠাকুরপো ২

‘দুপুর বৌদি’ মোনালিসা এখন মাতিয়ে রেখেছেন ঠাকুরপোদের। ‘দুপুর ঠাকুরপো ২ ‘ ওয়েব সিরিজে মোনালিসার একের পর এক নাচের ভিডিও ক্রমেই ভাইলার হয়ে চলেছে। মোনালিসা এখানে ঠাকুরপোদের ঝুমা বৌদি। আর বৌদির সঙ্গে বৃষ্টির মধ্যে নাচে মাততে দেখা গেল ঠাকুরপোদের। বৃষ্টিভেজা মোনালিসা এই ভিডিও-তে যৌনতার উষ্ণ ছোঁয়া দিয়ে গিয়েছেন যৌন সম্মোহনে ।

‘দুপুর ঠাকুরপো সিজন ২’ মুক্তির আগে থেকেই খবরে। আগের সিজনের উমা বৌদির পর এবারের ঝুমা বৌদি কে হবেন, তা নিয়ে বেশ কিছু জলঘোলা হয় টলিউডে। শেষে শ্রীলেখাকে সরিয়ে জায়গা করে নেন বিগ বস প্রতিযোগী মোনালিসা। আর মোনালিসার আকর্ষক শরীরী ভাষায় এখন মাত ‘দর্শক’ ঠাকুরপোরা! তাঁর একের পর এক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘দুপুর ঠাকুরপো সিজন ২’ -এর সাম্প্রতিক এক ভিডিও-তে দেখা গিয়েছে বৃষ্টিতে পাতলা সাদা শাড়িতে চোখে সনগ্লাস লাগিয়ে ঠাকুরপোদের মন-হরণে ব্যস্ত ঝুমা বৌদি।

বৃষ্টিতে ভেজা তাঁর শাড়ি শরীরে লেপ্টে থেকে যৌন আবেদন আরও বাড়িয়ে তুলেছে এই ভিডিও-তে!