বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

173

স.ম ওসমান গনী সোহাগ:
শ্যামনগর উপজেলার সুন্দরবন সন্নিকটে অবস্থিত বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজ আয়োজিত এই বছর ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান-২০১৮ আজ বুধবার (১৮ ই জুলাই) অত্র কলেজ হল রুমে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অনিমেষ হালদার।

প্রধান বক্তা হিসেবে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ তপন রায়। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সময়মতো ক্লাস, পরীক্ষা, রিভিউ ক্লাস, প্রজেক্টর ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, অটো এসএমএস সার্ভিস অভিভাবক সাক্ষাতকার, সুবিশাল প্র্যাকটিকাল সুবিধা, আইসিটি সুবিধা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সময় দিয়ে তারা পড়ালেখামুখী করে রাখে। যাতে তারা ভিন্ন কোনো বাজে কাজে সময় নষ্ট করতে না পারে। শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনের শপথ পড়ান। নবীন শিক্ষার্থীরাও ধারাবাহিকভাবে সর্বোচ্চ সেবা পাবে বলে তিনি নিশ্চিত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জি.এম আঃ রউফ, কৃষ্ণপদ মন্ডল, কনস্টেবল সুমন, সমাজসেবক হাজী আকরাম হোসেন, সাংবাদিক সাহেব আলী, দীপক মিস্ত্রি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজের ইংরেজী প্রভাষক মাসুম বিল্লাহ।