সদ্য বিদায়ী সচিব, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও নবাগত সচিব এর হাতে ক্ষমতা হস্তান্তর করছেন
স.ম ওসমান গনী সোহাগ:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার (১৯ শে জুলাই) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সচিব এর বিদায় সংবর্ধনা ও নবাগত সচিব এর অভ্যার্থনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা পেশ করেন অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
বিদায়ী সচিব কার্ত্তিক চন্দ্র মন্ডলের দীর্ঘ ২৫ বছরের কর্মস্থল ছিল অত্র ইউনিয়ন। পরিষদের সমুদয় হিসাব স্থায়ী-অস্থায়ী সম্পদের বিবরণ সহ ক্ষমতা হস্তান্তর করেন নবাগত সচিব মোঃ রিয়াজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের নিকট। বিদায়ী আলোচনায় বক্তব্য রাখেন, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সকল সদস্য, সদস্যা ও গ্রামপুলিশগন। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পরিচালক মোঃ এনামুল হক, গ্রাম আদালত সহকারী উৎপল মন্ডল, অফিস সহকারী ব্রজেন্দ্র নাথ মন্ডল, ইউপি ট্যাক্স আদায়কারীগন, ইউপি মৎস্য সহায়তা কেন্দ্রের প্রতিনিধি বিশ্বজিৎ কুমার মন্ডল, নৈশ্য প্রহরী তাপস কুমার মন্ডল প্রমুখ।