মােঃ রিপন হােসাইন,পাটকেলঘাটা:
আধুনিক সাতক্ষীরার রুপকার, সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের প্রতিষ্ঠাতা, ভােমরা স্থল বন্দরের প্রতিষ্ঠাতা ,দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক ,সাবেক এমএলএ ও আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযােদ্ধা আলহাজ্ব শহীদ স.ম আলাউদ্দীন হত্যাকারীদের ফাঁসি দাবিতে তালা উপজেলা আলাউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫ টায় পাটকেলঘাটায় শহীদ আলাউদ্দীন চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্মৃতি সংসদের আহবায়ক তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইখতিয়ার হােসেনের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের যুগ্ম-আহবায়ক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু,আওয়ামীলীগ নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, শেখ আনসার আলী,সাংবাদিক প্রনব ঘােষ বাবলু, জহরুল হক,জাসদ সভাপতি আবুল কাশেম,ওয়াকার্স পার্টি নেতা আদিত্য মল্লিক প্রমুখ ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলন শহীদ স.ম আলাউদ্দীনের কন্যা লাইলা পারভীর সেঁজুতী সহ সকল স্তরের নেতাবৃদ।
উল্লেখ্য,১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০ টা ২৩ মিনিটে সাতক্ষীরা নিজ পত্রিকা অফিসে সন্ত্রাসীদের গুলিতে এই জনপ্রিয় আওয়ামীলীগ নেতা খুন হন।