মোঃ আসিফ শাহবাজ খান: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পিসিআর (PCR) মেশিনগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রদানের দাবি করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ শাহবাজ খান।
দেশের প্রায় অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে, নভেল করোনাভাইরাস (Covid-19) সনাক্তকারী মেশিন পিসিআর (PCR) বিদ্যমান। আপদকালীন সময়ে সম্মিলিতভাবে সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হোক। পরিস্থিতি স্বাভাবিক হলে, পিসিআর মেশিনগুলো যথাযথ বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া যাবে৷
করোনাভাইরাস প্রতিরোধে যেখানে বারবার বলা হচ্ছে, সংক্রমিত রোগী সনাক্ত করে তার সংস্পর্শিত অন্যান্যদের লকডাউনের বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই প্রত্যন্ত জেলা গুলোতেও পিসিআর ল্যাব স্থাপন করতে হবে৷
বিশ্ববাজারে পিসিআর মেশিনের সংকটের কথা চিন্তা করে সংক্রামক ব্যাধি নভেল করোনাভাইরাস মোকাবেলায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে আসবে। একজন ছাত্রনেতা হিসেবে এটাই প্রত্যাশা করি।
লেখক : সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।