আফলাতুন নাহার শিলু
প্রাণবন্ত অভিমানী মন আজ নিদ্রিত,
যন্ত্রণায় কাতরানো মন পাখিটা
মনের আঙিনায় করে দাপাদাপি।
কড়া নাড়ে আবহমান কাল ধরে
বিমর্ষ পথিক।
হৃদয়ের মনিকোঠায় অবস্থান নেবার আশায়…
পরিশ্রান্ত জীবনসঙ্গীকে
কাছে পেতে চায় নিবিড়ভাবে।
স্পর্শ দিয়ে নিরাময় করতে চায়
বিবর্ণ বিষাদকে।
প্রেরণা দেয় প্রেমিকের চোখে
অনন্ত জিজ্ঞাসার।
মৃত্যুন্জয়ীর নিশান হাতে
বারবার ফিরে পেতে চাই
বর্ণালী সন্ধ্যাকে।