অনলাইন ডেস্ক : বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে অবস্থিত চায়না-বাংলা ফুডস-এর কারখানায় র্যাব-৬ খুলনা অভিযান চালিয়েছে।
রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে প্রথম অভিযান চালানো হয়।এরপর চায়না-বাংলা ফুডসের কারখানায় অভিযান চালায় র্যাব।
র্যাব-৬ সদস্যরা সাতক্ষীরা বিসিক শিল্প নগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস এর কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেছে।
র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় র্যাবের এই অভিযান অব্যাহত রয়েছে।