বিছানায় সুখ দিতে পারে না ট্রাম্প : পর্নস্টার স্টর্মি

20

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে আলোচনা আসা স্টর্মি ড্যানিয়েলস একটি বই লিখেছেন। যেখানে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন এই পর্নস্টার।

অতীতে স্টর্মি দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের শয্যা সঙ্গী হয়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই নিজের ‘ফুল ডিসক্লোসার’ বইতে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিছানায় কোনো সুখই হয়নি তাঁর। এবং ভবিষ্যতে তিনি আর ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছেন এই পর্নস্টার।

‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি জানিয়েছেন গল্ফ প্রতিযোগিতায়-ই ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় তাঁর। সেদিন লাল রঙের টুপি পড়েছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গলফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউস-এ নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই না কি তিনি ট্রাম্পের সঙ্গে বিছানা শেয়ার করেন।