মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধি: এবার বিকল্পধারায় যোগ দিয়েছেন সিংগাইরের সাবেক সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী- গোলাম সারোয়ার মিলন। শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে বি. চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি এ যোগদান ক্রীয়া সম্পন্ন করেন।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম.বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়েছেন এক সময়ের জাতীয় পার্টির জনপ্রিয় নেতা, সিংগাইরের সাবেক সংসদ সদস্য ও এরশাদ সরকারের শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। তিনি এক সময় ছাত্রদলের নির্বাচিত সভাপতিও ছিলেন। গত শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে এ.কিউ.এম.বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিকল্পধারায় যোগদান করেন।
এ সময় তার সাথে বিকল্পধারায় আরো যোগদান করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ।
অন্যদের মধ্যে ৪ দলীয় জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী যশোরের নাজিম উদ্দিন আল আজাদও রয়েছেন। যিনি এক সময় বিএনপির নেতা ছিলেন। বিএনপি ত্যাগের পর হতে এত দিন তিনি নাজমুল হুদার সঙ্গে ছিলেন।
শুক্রবার বিকাল সোয়া ৪টায় বি চৌধুরীর হাতে ফুল দিয়ে তার দলে যোগ দেওয়ার আগে তারা বিকল্পধারার অঙ্গসংগঠন বিকল্প যুবধারার এক বিশেষ কাউন্সিলে যোগ দেন। পরে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী তাদের আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা লেবার পার্টির (একাংশের) মহাসচিব হামদুল্লাহ মেহেদী প্রমূখ।