বাসের ধাক্কায় প্রাণ গেল পরানদহার গোলাপ রহমানের

17
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

মো: আজিজুল আসলাম ইমরান: সাতক্ষীরার সদর উপজেলার সাতক্ষীরা খুলনা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় গোলাপ রহমান (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এসপি বাঙলোর সামনে এ মর্মন্তিক দূর্ঘটনা ঘটে ।

নিহত গোলাপ রহমান সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের দূর্লব সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরা আসা দ্রুতগামী যাত্রীবাহী পরিবহণ (ঢাকা মেট্রো: জ ১১-১৬৮৩) শহরের পলাশপোল এসপি বাঙলোর সামনে আসলে সাইকেল আরোহী গোলাপ রহমানকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় গোলাপ রহমান মাটিতে পড়ে গেলে বাসটি তাকে চাপাদিয়ে দ্রুত টার্মিনালে চলে যায়।

এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘাতক বাসটি আটক করলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুকলে তিনি এক মেয়ে ও দ্ইু ছেলে রেখে গেছেন।

এদিকে এলাকাবাসির অভিযোগ শহরের হাসপাতাল মোড়, সার্কিট হাউজ মোড়, এসপি বাঙলোর মোড়, চৌরঙ্গির মোড়, নারকেলতলা মোড়, আমতলা মোড়, মিল গেট সহ মহাসড়কের পাশে অবস্থিত সকল স্কুল, কলেজ, মাদ্রাসার সমানে কিছু দিন আগেও স্প্রিড ব্রেকার থাকলেও বর্তমানে তা আর নেই। শহরের ব্যস্ততম মোড় গুলোতে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা।

ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। বর্তমানে মাররত্মক দূর্ঘটনার ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, সতক্ষীরা টাউন গালর্স স্কুল, পালাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, পলাশপোল প্রাইমারী স্কুল, বাকাল হাই স্কুল, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা পলিটেকনিক স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারী পলিটেকনিক কলেজ, লাবসা হাই স্কুল, সুন্দরবন টেষ্ট্রাইল মিল স্কুল, তালতলা হাই স্কুলের হাজার হাজার শিক্ষার্থীরা ।