বালুঘাটে মিলল ঘাড় মটকানো লাশ, দুই বন্ধুকে আটক করেছে পুলিশ

9

ঢাকার সাভারে বাসা থেকে ডেকে নিয়ে ঘাড় মটকে ও ইট দিয়ে মুখ থেঁতলে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সাভারে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ওই স্কুল ছাত্রের নাম রোহান ইসলাম আবিদ (১০)। রোহান সাভারের তালবাগ মহল্লার আফজাল হোসেনের ছেলে এবং স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুল অব এক্সিলেন্সির পিএসসি বিভাগের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনায় রোহানের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

রোহানের পরিবারের ধারণা, গতকাল বুধবার এই হত্যার ঘটনা ঘটে। তারা জানিয়েছেন, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রোহান।

রোহানে বাবা আফজাল হোসেন বলেন, ‘বুধবার শোক দিবসে অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে এলাকার কয়েকজন ছেলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আরা বাসায় ফেরেনি। পরে আমরা পুরো এলাকা খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে বালুঘাট এলাকা থেকে রোহানের ক্ষত-বিক্ষত লাশ খুঁজে পাওয়া যায়।’

পুলিশ লাশ উদ্ধারের পর প্রতিবেশী শওকতের দোতলা বাড়ির ছাদ থেকে রোহানের বালুমাখা প্যান্ট পাওয়া গেছে বলেও জানান আফজাল।

রোহানের আত্মীয়রা জানান, রোহান খুবই চঞ্চল স্বভাবের ছিল। তাকে এমন নির্মমভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুলক হক জানান, রোহানের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি রোহানকে ঘাড় মটকে হত্যার পর চেহারা নষ্ট করার জন্য ইট দিয়ে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে। এছাড়া তাকে অন্য কোথাও হত্যা করে সেখান থেকে বস্তায় ভরে মরদেহটি বালুঘাটে ফেলে রাখা হয়েছে।