এস আল-আমিন খানঁ, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাউফল পৌর ছাত্রলীগ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন সড়কে মানববন্ধনের পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় জনতা ভবনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পটুয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভপতি ও পৌর ছাত্রলীগ (একাংশ) আহ্বায়ক নিয়াজ মোর্শেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল, পৌর ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক এইচ.এম সুমন মুন্সী। নাজিরপুর ইউপি ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রাকিব।