নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির ৩য় জাতীয় কাউন্সিলে কলকাতা টিভির নিজস্ব প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু কলকাতা টিভির ব্যানারে কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
২৮ জুলাই শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ জি.এম ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ (ক্যাপটেন), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বি এম জালালউদ্দীন, তথ্য ও প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম ও শিমুল হোসেন তাকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও বিবিসি সাতক্ষীরা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।