নাজমুল শাহাদাত (জাকির): বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্দ্যোগে সাতক্ষীরা চায়না বাংলা রেস্টুরেন্ট এ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট নাজমুছ সাকিব। এসময় তিনি মেডিকেল টেকনোলজিস্টদের রোগ নির্নয়ে অগ্রনী ভূমিকার কথা স্বীকার করেন এবং সুন্দর ভাবে রোগ নির্নয় করে মানব সেবায় এগিয়ে স্বাস্হ্যসেবাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বলেন এবং সকলকে একতাবদ্ধ থাকার পরামর্শ প্রদান করে তিনি মেডিকেল টেকনোলজিস্ট দেরকে রোগ নির্নয়ে সকল ধরনের সহোযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এসময় ইফতার মাহফিলে আরও বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আঃ রহমান,সহ সভাপতি- মোঃ জহিরুল ইসলাম,পবিত্র মন্ডল, সাধারন সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক রাফিউজ্জামান লিপটন, অর্থ সম্পাদক আঃ হান্নান, প্রচার সম্পাদক লুৎফর রহমান (মুুুুন্না) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তারা সকলকে একতাবদ্ধ থাকার আহবান জানান।