ক্রিড়া ডেক্স: এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাররা হেরেছে ৪৫ রানে। এতে হতাশ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। তবে একটা ছবি দেখে অন্তত কিছুটা হলেও সেই ক্ষতে প্রলেপ দিতে পারেন তারা। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের সময় প্রদর্শিত এই প্লাকার্ড ভাইরাল
ভারতের দেরাদুনে আফগানদের ১৬৮ রানের টার্গেটের জবাবে তখন ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এমন সময় বড় ক্যামেরায় ধরা পড়ে একটি দৃশ্য। যেখানে বড় করে কাগজে লেখা ইংরেজির অনুবাদ এ রকম- ‘আমরা বাংলাদেশি মেয়েদের মতো এত সুন্দরী নয়, তারপরও দয়া করে আমাদের টিভিতে একটু দেখান।”
আফগানদের কাছে বাংলাদেশ ম্যাচটি হারলেও সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু বাংলাদেশ নয়, ভারত ও আফগানিস্তানের অনেকেই সেটা শেয়ার করেছেন। এটাকে হারের মধ্যে একটা প্রাপ্তি বলে দেখছেন অনেকে।