বলেশ্বর নদে জে‌লে‌দের জি‌ম্মি ক‌রে মোটা অং‌ক হা‌তি‌য়ে নি‌চ্ছে প্রভাবশালীরা

19

মোহাম্মদ মুনতাসীর মামুন ।। পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের বলেশ্বর নদের তুলাতলা ঘাট এলাকায় অবৈধভাবে জাল পাতার বি‌নিম‌য়ে জোর পূর্বক প্র‌তিবছর মোটা অং‌কের টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে স্থানীয় ক‌য়েকজন প্রভাবশালী ব্যা‌ক্তি। প্রভাবশালীরা মঠবা‌ড়িয়া উপ‌জেলার ম্যাপ অনুযায়ী নদীর অংশ নি‌জে‌দের দখল দে‌খি‌য়ে নদীর মা‌ঝে খ‌ু‌টি এ‌টে জে‌লে‌দের সা‌থে ভুয়া চু‌ক্তিনামা ক‌রে তা‌দের কা‌ছে বাৎ‌সরিক লিজ দি‌য়ে এক একটি অং‌শের জন্য ২৫০০০ থে‌কে ৫০০০০ টাকা পর্যন্ত হা‌তি‌য়ে নি‌চ্ছে।অার এ কার‌নে জে‌লে‌দের অ‌ধিকার নি‌জেরা ফি‌রি‌য়ে নি‌তে শুক্রবার সকা‌লে ম‌ানব বন্ধন ক‌রে ।

বলেশ্বর নদীর তুলাতলা ঘা‌টে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। মানব বন্ধ‌নে জে‌লেরা জানান, কিছু‌দিন ধরে জে‌লে‌দের ম‌ধ্যে নদীর অংশ নি‌য়ে বিবাদ সৃ‌ষ্টি হ‌লে এ ব্যাপারে জানখালী গ্রামের মৃত আ. লতিফ হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদার বাদী হয়ে একই গ্রামের হালিম হাওলাদারের ছেলে সাইলু, মৃত সামছের হাওলাদারের ছেলে জাকির হোসেন, সাইলুর ছেলে রাজু ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জানখালী গ্রামের জেলে শাহজাহান হাওলাদার প্রায় ১৫ বছর ধরে বলেশ^র নদের তুলাতলা ঘাটে ক্রয়কৃত স্থানে জাল পেতে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দুই বছর ধরে স্থানীয় একটি অর্থলোভী চক্রের সহযোগিতায় সাইলু, জাকির হোসেন ও রাজু অজ্ঞাত লোকজন নিয়ে জোর পূর্বক অবৈধভাবে শাহজাহান হাওলাদারের জাল পাতার স্থান দখল করে নেয়। এসময় শাহজাহান হাওলাদার বাঁধা দিলে তারা তাকে খুন জখমের ভয়ভীতি দেখায়। অার এ অ‌ভি‌যো‌গের সত্যতা খুজ‌তে গি‌য়ে অনুসন্ধা‌নে এ তথ্য বে‌ড়ি‌য়ে অা‌সে।

এব্যাপা‌রে মঠবা‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে এ বিষয়টি জে‌লেরা লি‌খিত ভা‌বে জানা‌লেও কোন ব্যাবস্থা নেয়‌নি প্রশাসন।