হাসানুর রহমান,স্টার্ফ রিপোর্টার:
সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের নতুন ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই ফ্যাক্টরির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন কয়েকজন সংসদ সদস্য, পুলিশের ডিআইজি, রাজনীতিবিদ, ব্যাংকার, দেশি-বিদেশি ব্যবসায়ী, ডিলার, শো-রুম ইনভেস্টর ও সাংবাদিকরা।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান (রাজ) ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সকল অতিথিদের স্বাগত জানান।
ফ্যাক্টরিটি মাসে প্রায় এক লাখ ফ্রিজ, এসি ও বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মিনিস্টার দেশের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ের বিপ্লব ঘটিয়েছে। তারা দেশের চাহিদা মিটিয়ে অচিরেই বিদেশে রপ্তানি করবে বলে আমি আশা করছি।” তিনি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খানের প্রশংসা করেন।