বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় শোক দিবস ও ২১ অাগস্ট গ্রেনেড হামলার উপর অালোচনা সভা ও দোয়া মাহফিল অাগামীকাল

20

বঙ্গবন্ধু সেনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বঙ্গবন্ধু সেনা পরিষদ কর্তৃক ২৭ অাগস্ট,২০১৮ ইংরেজি তারিখে অায়োজিত, সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জাতীয় শোক দিবস ও ২১ অাগস্ট গ্রেনেড হামলার উপর অালোচনা সভা ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অার্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।

যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি,সভাপতি মন্ডলির সদস্য বাংলাদেশ অাওয়ামীলীগ ও সাবেক বাণিজ্য, বিমান ও পর্যটন মন্ত্রী।

প্রধান অালোচক হিসাবে উপস্থিত থাকবেন লেঃ কর্নেল (অবঃ) কাজী সাজ্জাদ জহির, বীর প্রতিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ মোতাহার হোসেন এমপি,সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।রোকেয়া প্রাচী,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ অাওয়ামীলীগ ,সাবেক এমপি ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা অাক্তার।সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু সেনা পরিষদের অাহ্বায়ক মেজর (অবঃ) অাতমা হালিম।