বঙ্গবন্ধুর মা এবং মাননীয় প্রধানমন্ত্রীর দাদির মিলাদ মাহফিলে সরদার মুজিবের যোগদান

23

নিজস্ব প্রতিনিধি:গতকাল ৩১ মে,বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদির ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন
শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীগণ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাতক্ষীরা-১ অাসনের অা.লীগের মনোনয়ন প্রত্যাশি সরদার মুজিব।অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত
কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।