মো. মামুন হোসেন :সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬ নং নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৯ টায় স্কুল মাঠ প্রাঙ্গনে থেকে র্যালি শুরু হয়ে স্কুলের পাশে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ হয়।
সকাল ১০ টায় স্কুলের শ্রেণীকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল ইসলাম বাবলু, নগর ঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক/শিক্ষিকা পারভীন সুলতানা, সাইফুজ্জামান সুমন, রোকসানা পারভীন, সালমা খাতুন, সাইদুর রহমান ও মন্জু রানি ।
আলোচনা সভায় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ছাত্র ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।