জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যুগে যুগে রচিত হয়েছে বহু কবিতা। আর এই কবিতা নিয়ে বহু লেখা লেখি হয়েছে। দেশ বিদেশের নতুন প্রজন্মের শিশু-কিশোররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানতে ও স্মরণে বই গুলো সংগ্রহ করেছেন। তাই সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলার সীমান্ত ঘেষা সোনাবাড়ীয়া গ্রামের মৃত.এছাহক ঢালী আবু বকর সিদ্দিক নামে এক কবি ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ২৮টি সেরা কবিতা লিখে বিখ্যাত কবিদের মধ্যে নাম লিখিছেন।
তিনি ঢাকার ওমর একুশে বই মেলায় ৪৪৫ নম্বর ষ্টোলে এবার তারই ৭ই মার্চ কবিতার বই সেরা কবিতা হিসাবে স্থান পেয়েছেন। এই কবি হলেন-কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের আবু বকর সিদ্দিক। তিনি ১৪ মে ১৯৭৬ সালে জন্ম গ্রহন করেন। সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং খুলনা ঐতিহ্যবাহী বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে পেশায় তিনি উন্নয়ন কর্মী।
এর মধ্যে তিনি পদধ্বনি (কাব্য), চোখে কেন এত জল (গল্প), অভাগা যেদিকে চায় (গল্প) অর্তনাদ (কাব্য), স্বাধীনতার ৪০ বছর (কাব্য), হিউম্যান এইড (গল্প) ও সর্বশেষ ৭ই মার্চ (কাব্য) লিখে পাঠক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। তার প্রতিটি গ্রন্থে দেশ ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন। ৭ই মার্চ কবিতায় তিনি লিখছেন- তুমি বিশ্বের শ্রেষ্ট ভাষণ, তুমি সৌহাদ্যের মহা প্লাবন, তিক্ত দুঃখের আনন্দ, শত্রু ঘায়েলের অনশন পরিকল্পনা, তুমি উন্মুক্ত ফাগুণ, হেমন্তের হিমেল হাওয়া, রক্ত প্রানের অঙ্গেণে ফোঁটা গোলাপ।
এছাড়াও ২৮টি কবিতা লিখে এবার জাতীয় বই মেলায় খ্যাতি অর্জন করেছেন। কবিতার প্রথমে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সাবেক এমএলএ মমতাজ আহমেদ কে উৎসর্গ করে শ্রদ্ধাঞ্জলী দিয়েছেন। বইটি ঢাকার বাংলাবাজার ৪৯, ব্রাদার্স পাবলিকেশন্স থেকে ফখরউদ্দিন আহম্ম ভুইয়া প্রকাশ করেছেন।