বিনোদন ডেক্স: নেটিজেনরা মজেছেন টুম্পার গানে। টুম্পার গানের বিষণ্ণতার সুর ছুঁয়েছে তাদের মন।
গিটার হাতে এক সুন্দরী। সবুজ সালওয়ার পরিহিত মেয়েটির গান এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত শনিবারে পোস্ট করা গানটি এর মধ্যেই দেখে ফেলেছেন সাড়ে ৮ লক্ষেরও বেশি মানুষ। প্রায় ১২ হাজার শেয়ার হয়ে গিয়েছে এরই মধ্যে। এই মুহূর্তে ফেসবুকের নতুন সেনসেশন টুম্পা খান।
যুগটা সোশ্যাল মিডিয়ার। এখানে কেউ যদি একবার নিজেকে চিনিয়ে ফেলতে পারেন, রাতারাতি তিনি তারকা হয়ে ওঠেন। অবশ্য সেই তারকা স্ট্যাটাসের স্থায়ীত্ব কতদিন থাকে, তা তর্কসাপেক্ষ। ফেব্রুয়ারিতে ছোট্ট এক ক্লিপ মুক্তি পেতেই প্রিয়া প্রকাশ নাম্নী তরুণী হয়ে উঠেছিলেন আ-সমুদ্র হিমাচলের যুব-হৃদয়ের রানি। এই মুহূর্তে তাঁকে নিয়ে পাগলামির গ্রাফ কিন্তু সেই জায়গায় নেই। এটাই হয়তো নেটিজেনদের বৈশিষ্ট্য। যেমন, তাঁরা এখন মজেছেন টুম্পার গানে। টুম্পার গানের বিষণ্ণতার সুর ছুঁয়েছে তাদের মন।