স্পোর্টস ডেস্ক : গতকাল শ্রীলংকার হলে আজ বাংলাদেশের। ক্যান্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটি এমনটাই বলছে।
আর এরজন্য সমস্ত প্রশংসার দাবি রাখে বাংলাদেশের বোলাররা। গতকাল দুই ওপেনারের জোড়া শতকের পরও উইকেটের দেখা মিলছিল না। আজ অমন বড় ইনিংস খেলতে পারেনি শ্রীলংকার কেউ।
প্রথম দুই সেশনেই ভালো করেছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ.৬ উইকেটে ৪২৫ রান। দ্বিতীয় দিনে ১৩৪ রানে ৫টি উইকেট শিকার করেছেন বাংলাদেশ।
এরজন্য বোলারদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা পেতেই পারেন পেসার তাসকিন। তিন পেসারের মধ্যে আজ সফল তিনিই। আজ ৫ উইকেটের মধ্যে তাসকিনের শিকার ৩টি। প্রথম সেশনে ২৬ ওভারে ৪৩ রানের বিপরীতে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যেখানে তাসকিনের শিকার ছিল ২ উইকেট।
প্রথম সেশনে শ্রীলংকার টানা ৩টি উইকেট হারানোর পরে হাল ধরেন ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তারা দুজনে ২৫ ওভারে ৫৪ রানের জুটি গড়েন। চা-বিরতির আগেই জোড়া আঘাত হেনে দুইজনকেই সাজঘরে ফেরান তাসকিন ও মিরাজ।
পাথুম নিশাঙ্কাকে বোল্ড করেন তাসকিন। ৮৪ বলে ৩০ রান করে থামে নিশাঙ্কার ব্যাট। পরের ওভারেই থিতু ব্যাটসম্যান ওশাদাকে সাজঘরের পথ দেখান মিরাজ। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন ওশাদা। ৮১ রান করতে ২২১ বল খেলেছেন এই মিডলঅর্ডার। ৩৮২ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা।
সপ্তম উইকেটে রানের চাকার গতি বাড়িয়ে দেন নিরোশান ডিকভেলা ও রমেশ মেন্ডিস। দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ২ উইকেটে শ্রীলংকা সংগ্রহ করেছে ৯১ রান। তাদের মোট সংগ্রহ ৬ উইকেটে ৪২৫ রান।
বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি এবং তাইজুল, মিরাজ ও শরিফুল ১টি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ৪২৫/৬ (১৪৬ ওভার, চা বিরতি)
থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ওশাদা ৮১, ডিকভেলা নিশাঙ্কা ৩০;
তাসকিন ৩/১০০, শরিফুল ১/৫৯, তাইজুল ১/৭৮ মিরাজ ১/৯৯