ফিলিস্তিনের পশ্চিমতীরের খান আল আহামার এলাকায় নতুন করে আরও বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল। সেখানকার বেদুইন গ্রামটি ধ্বংস করে নতুন বসতির উদ্যোগ দিয়েছে ইসরাইল সরকার।
গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, তিনি আশা করছেন, আড়াই হাজার বসতি নির্মাণের অনুমতি দেয়া হবে। গেল সপ্তাহেই দেশটির উচ্চ আদালত ফিলিস্তিনিদের দখলে থাকা ভূখণ্ড অবৈধ মনে করছেন।
বেদুইন সম্প্রদায়ের ওই এলাকা সি এর অধীনে অবস্থিত, যা ১৯৯৩ সালের অসলো চুক্তির অধীনে ইসরাইলি সিভিল ও সিকিউরিটি কন্ট্রোলের আওতাধীন হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ফলে ফিলিস্তিনিদের কোনো নির্মাণের জন্য অনুমতি পাওয়া সম্ভব নয়।
এ কারণে ইসরাইলি সরকার ফিলিস্তিনিদের যে কোনো কাঠামোকে অবৈধ বলে মনে করে, যা এলাকাটি ৬১ শতাংস ফিলিস্তিনিদের দখলে রয়েছে।
এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গত ৩০ মার্চ থেকে ভূমি দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা গুলি করে ১১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে।