আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বসত ভিটার পানি আটকিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এদিকে মতিউর রহমানের বসত বাড়ির পানি সরানোর পথ বন্ধ করে দেওয়ার কারণে পানি বন্দি হয়ে পড়ে ওই পরিবার। সাপের আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না তারা। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া প্রস্তুত চলছে। এ ঘটনায় মরিউর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, উপজেলার লক্ষীনাথকাটী গ্রামের আলী হাসানের ছেলে মতিউর রহমানের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত মোবারেক মোড়লের ছেলে আজিজুর ও মৃত আনছার মোড়লের ছেলে জিয়াউর রহমানের সঙ্গে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পূর্বশত্রুতা চলে আসছিল।
মতিউর রহমান সাংবাদিকদের জানান, আমার বসত ভিটাতে পানি জমে থাকার কারণে ওই পানি সরাতে গেলে মঙ্গলবার দুপুরে আজিজুর ও জিয়াউর রহমান আমার বাড়ির সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি ও দা দিয়ে আমাকে খুন করিতে আসলে আমি জীবন ভয়ে দ্রুত পালিয়ে যায়। মতিউর রহমানের পিতা আলী হাসান মোড়ল জানান, গত ২ আগস্ট একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর প্রতিপক্ষরা আমার বসত বাড়ির পানি সরানোর পথ বন্ধ করে দেওয়ার কারণে আমার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। আমার পরিবার সাপের আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। এছাড়া পানি বন্দি হয়ে পড়ায় প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রী স্কুলে যাওয়া এক প্রকার বন্ধ হয়ে গেছে।
এছাড়া একই গ্রামের মৃত ওমর আলী মোড়লের ছেলে সুলতান মোড়ল ও নফর আলী মোড়লের ছেলে আব্বাজ মোড়লের সঙ্গে গত ২ বছর আগে শেয়ারে মৎস্য ঘের করায় তাদের কাছে সাতে তিন লক্ষ টাকা পাওনা ছিল। ওই টাকার জন্য একাধিক বার সালিশ হলেও সালিশের সমাধ্যমে মাত্র ১০ হাজার টাকা আমাকে দেওয়া হয়। বাকী টাকা তারা দেবেনা বলে একের পর এক আমার পরিবারকে ফাঁসাতে গভির ঘড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং গত ইউপি নির্বাচনে আব্দুল হালিমের পক্ষে ও মেম্বার পদপ্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচন করায় আমার পরিবারের চারিপাশ আটকে রেখে পানি বন্ধি করে রেখেছে। দ্রুত বাড়ির পানি সরালে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারি সে জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবার।
এ ব্যাপারে আজিজুর রহমানের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।