আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: প্রায় ৩০ বছর পর চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখলকৃত সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ওই সম্পত্তি দখল মুক্ত করেন।
চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দত্ত জানান, চিংড়া গ্রামের আরশাদ আলী এবং মৃত শওকত মোড়লের ছেলে হুমায়ূন কবীর টিনু ও আশরাফুল স্কুলের দেড় শতক জমি প্রায় ৩০ বছর দখলে নিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করে আসছিল। ওই সম্পত্তি দখল মুক্তসহ বিদ্যালয়ের সিমানা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ওই সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্কুলের বেদখল হওয়া সম্পত্তি দখল মুক্ত করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন, সরকারি স্কুলের সম্পত্তি দীর্ঘবছর ধরে বেদখল হয়ে ছিল। মঙ্গলবার ওই সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে।