প্রকাশিত সংবাদের প্রতিবাদ

52

প্রেস বিজ্ঞপ্তি : পাটকেলঘাটা আজিজ কো- অপারেটিভ কর্মাস ব্যাংক কর্তৃক  প্রতারণার শিকার ‘’ এই শিরোনামে গত ১৩ ফেব্রুয়ারি   প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোছাঃ রওশনারা  বেগম (AGM) আজিজ কো অপারেটিভ কমার্স ব্যাংক  পাটকেলঘাটা শাখা।

এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,  বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন বিডি.কম আজিজ কো- অপারেটিভ কর্মাস ব্যাংক কর্তৃক প্রতারণার শিকার  শিরোনামে নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ  ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র  প্রতিবাদ জানাচ্ছি।